দেব না স্বাধীনতা
- আবু নাছের জুয়েল
মৃত্যু ভয়ে কম্পিত নই
মৃত্যুরে মোরা করিব জয়
লাশের মিছিল সঙ্গে করে
অত্যাচারের করিব ক্ষয় ৷
রক্ত দিয়ে কিনেছি মোরা
বাঙ্গলার স্বাধীনতা
রক্ত নদীর সবুজ দেশের
লাল সবুজ এই পতাকা৷
মোরা বিপ্লবী মোরা বীর
এই মোদের অহমিকা
মোরা জীবন দিয়ে
রাখবো যেন বাংলার স্বাধীনতা৷
আছিস যত হায়না কিংবা রক্তচোষা
আবেগ নিয়ে খেলিস শুধু
চাস না স্বাধীনতা
সাবধান তোৱা,আগাস না আর
করিস না আর খেলা
জীবন দিব ,দেব না তবু
আমার স্বাধীনতা৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।