শান্তির আশ্রয়
- সৌম্যকান্তি চক্রবর্তী
বুঝি না কেন যে , তুমি ছাড়া
সব কিছু লাগে অর্থহীন ,
স্বাধীনতা ও আর ভালো লাগে না !
বন্ধন চাই বাধাবিহীন !
একঘেয়েমির সীমারেখাটা
করেছি আজ অতিক্রম ...
মনটা তো তাই চাইছে তোমায় ;
তোমার মনেই করি ভ্রমণ !
দুনিয়া ঘুরে সবাই তো চায়
শান্তির আশ্রয় !
দেবে কি আমায় তোমার জীবনে
শীতল ছায়ার আলয় ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।