মন রে
- সৌম্যকান্তি চক্রবর্তী

মন রে তুই সবুর কর ..
না করে ধৈর্য্য ক্ষয় !
মোহের ভবে সবে নেশাতুর -
হোস না রে মোহময় !
তোর কথা তুই রাখ রে জমা ..
জটিল কথা ফাঁদিস না -
মনটাকে তুই কর রে সোজা !
বাঁকা কথায় পা দিস না !
জীবন বড়ই অনিত্য রে ..
নিত্য যে, তার স্মরণ কর !
প্যাঁচ করে আর লাভ কি বল ?
সরল কথার রাস্তা ধর !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।