আমার তৃতীয় চক্ষু না 'হলে
- রুদ্র রহমান

আমার তৃতীয় চক্ষু না 'হলে
আমার জীবনে এতো উৎকন্ঠা
বিরাজ করতো না -
নিজের চিন্তা করা কবেই
ছেড়ে দিয়েছি ....
আপনজন গুলোই আমার
ভাবনা ও চিন্তার উৎস ।
সমাজের দিকে আমার তীক্ষ্ণ
দৃষ্টি.....এই তাকানোই
আমার রাতের ঘুম কেড়ে নেয়,
খেতে পারি না -
কেমন একটা যন্ত্রনা সব
সময়ই আমার পিছু পড়ে
থাকে, সূত্র খুঁজে পাইনা
নিজেকে কোন সমীকরণে
গুছিয়ে নিবো ......


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।