সেই দিন দেখেছিলাম
- পথিক সুজন

সেই দিন দেখেছিলাম
---
-----------সুজন হোসাইন
---
সেই দিন দেখেছিলাম---
সদ্যজাত জলের মুক্ত দানায়
স্নিগ্ধ-হাত বুলিয়ে খেলছিল
আষাঢ়ের অঝরে;কদমের প্রান্তরে ।
এলোচুল ছড়ায়ে রৌদ্রের ঘ্রাণে
দেখছিল সজনে ফুল কেমনে ঝরে ।
নিস্তব্দ করুণ মুখে লেগেছিল
কুয়াশায় ভিজা সমুদ্রের জল ।
আমি শুধু নির্বাক চেয়ে
ছিলাম পৃথিবীর পথে----
সাদা রঙের মাছরাঙা উড়ে যায়
ঝিলমিল ডানায় ধূসর পথে ।
শুনে ছিলাম সন্ধ্যার নিরবতায়
হৃদয় হিম ঘরের নির্জন পথে
ব্যর্থ শালিক পাখির ডাক ।
গভীর আঁধারে কুয়াশার চাঁদর
দেখেছিলাম আমি তখনো
প্রেমের নীল স্বপ্ন বুকে করে
নক্ষত্রের নিচে চলে যেতে----দূরে ।
এখনো দেখি শত যুগ পরে
শরত হেমন্তে ---নির্জন শীতের রাতে।
সাদা-সাদা মেঘের ভাঁজে
ধূসর পথের নীল আকাশে
সোনালী ধানের ভিড়ে
নিস্তব্দ করুণ মুখে
কার্ত্রিকের কুহেলী ঝরে ।
তবুও যেন মেঘবালিকার মত
নীলনদের গাঢ় রৌদ্রে
জীর্ণ কাকের চোখে ---
নীল সেই স্বপ্ন বাসা বাঁধে ।
সেই দিন যেমন দেখেছিলাম
তেমনি'ই করে -----।
---
21/06/15


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২২-০৬-২০১৫ ২১:১৮ মিঃ

অনেক অনুপ্রাণিত হলাম ভাইয়া ।অনেক শ্রদ্ধ্যা ও কৃতজ্ঞতা জানবেন

২২-০৬-২০১৫ ১১:০৭ মিঃ

কার্ত্রিকের কুহেলী ঝরে ।
তবুও যেন মেঘবালিকার মত
নীলনদের গাঢ় রৌদ্রে
জীর্ণ কাকের চোখে ---
নীল সেই স্বপ্ন বাসা বাঁধে ।
সেই দিন যেমন দেখেছিলাম
তেমনি'ই করে -----।
এই রকম অনবদ্য কবিতা আরও চাই কবি।