বৈষম্য
- আরিফুল হক দ্বীপ - দুঃখগুলো সব নারীর

সারারাত তুমি চেঁচিয়ে গেলে আমাকে-
তোমার শার্টটা হলো না কেন ধোয়া?
যাবে কার বিয়ের নিমন্ত্রণে
ডালে হয়নি নুন,
তরকারিতেও নাকি হয়েছিলো ঝাল।
আরও কতো ভুলত্রুটি খুঁজতে খুঁজতে
খাবার প্লেট ঠেলে দূরে হনহন করে
শুতে চলে গেলে-
একটিবারও তবু খুঁজ নিলে না আমার,
কেমন আছি?খেয়েছিতো?
বোয়াটা তিনদিন ধরে নেই বাসায়,
পেটে আমার অন্য একটি জীবন।
তোমার ভালোবাসার শস্যের ভারে
কতটুকু ক্লান্ত এ শরীর।
বলো নারী হয়েছি বলে এ আমার পাপ?
এ বৈষম্যতা তোমার আমার বলো কোন অভিশাপ??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।