কবি ও মুখোশ
- আরিফুল হক দ্বীপ - দুঃখগুলো সব নারীর
আমার প্রেমিক,আমার কবি
আমাকে পণ্যের মতো ব্যবহার করে
তার সুন্দর সাদা সাদা সব কাগজে,
আমার গায়ে নাকি কস্তূরী মৃগ ঘ্রাণ!
স্তনে গন্ধ কাঁঠালের,আম জামের-
নেশা ধরে যায়,শূরা গিলে আর
শাড়ির কুচি টেনে ফেলে
আমার জন্য কবিতা লিখে যায় কবি,
অথচ যখন আমি জেগে উঠি প্রতি ভোরে
দেখি সে কাছে নাই-
বাসি ফুল রেখে একা গিয়েছে কার উদ্যানে
নতুন খাদ্যের সন্ধ্যানে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।