প্রথম প্রেমে
- আরিফুল হক দ্বীপ - দুঃখগুলো সব নারীর
ইচ্ছে ছিলো গোলাপ পাবো,
হাতে মোর তার স্মারক ভালোবাসার
প্রথম প্রেমে,প্রথম মুখোমুখি
রোমাঞ্চে ভেসে বেড়াবো,
বিনিময়ে তবু অনেক কিছুই পেলাম।
পেয়েছিলাম নির্জন গলির কোন
এক পুরনো
ভুতূড়ে হোটেল,
আলো আঁধারির রাত আর
নিষিদ্ধ আলিঙ্গনে সতীত্ব হরণ
এক অবলার।
এইতো আমার প্রথম প্রেম,প্রথম
ধোঁকা খাওয়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।