পুরুষের রুপ
- আরিফুল হক দ্বীপ - দুঃখগুলো সব নারীর

আমাকে খুলে দেখলে কেবলি হবে
এখন বিধ্বস্ত জনপদ তুমি,
কিছু নেই দামি তোমার জন্য এখানে
দরজা ভেঙ্গে কতক জন্তু
এসে খেয়ে গেছে সব সুধা।
এখনো সে দাঁতের নিষ্ঠুর আঁচড়
বেদানা ফলের মতো
আছে ফুটে অঙ্গজুড়ে-

অনেক বিষ গেছে শিরা উপশিরায়
তুমিও চাইলে কামার্ত চোখে
হে পুরুষ,
না,না-
পারবো না,কুলোয় না শরীর আমার
তোমার বিষ নিতে পারবো না আর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।