সন্দেহ
- আরিফুল হক দ্বীপ - দুঃখগুলো সব নারীর

স্বওয়ামী আমার
একদম পিয়ার করে না আমায়,
সন্দেহ করে,
প্রতি রাইতে আইসা
গতর হুঁগে আমার
হেঁড়ে গলায় দেয় গাল,'
কে লাগাইছে মাগী তোরে?
বেটার গেরান গায়।'

আজ আমি একগাদা
বাল-বাচ্চার মা।
এহনো তার সন্দেহ না যায়
আমারে লাগায় কে জানি
তার অগোচরে
গায়ে আমার অন্য বেটার গেরান!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।