নষ্ট মানুষেরা
- আরিফুল হক দ্বীপ - দুঃখগুলো সব নারীর
ওরা আমার শরীর খুঁজে
সন্ধ্যায় কাজ সেরে
স্নান করতে গেলে পুকুরে
ওরা দাঁড়িয়ে থাকে
হিজলের আড়ে
অপেক্ষা করে কখন
পাল্টাবো শাড়ি,
আর দেখবে নারীর গুপ্ত হাঁড়ি।
আমি পায়খানায় গেলেও
নেইকো রেহাই
থাকে ওরা পিছু,
ঝুলন্ত পায়খানায় বসে
কখন পাছা মেলে দেবো
অপেক্ষা করে ওরা।
রাত ভর
সোহাগ করে স্বামী
চায় একটু সুখের মিলন,
ভাঙ্গা বেড়ায় তবু তাকিয়ে ওরা
অপেক্ষা করে দেখবে কখন?
দুধ খাওয়াতে গেলে বাবুরে
তাকতুক করে ছোকরার দল
কখন খুলবো বোতাম ব্লাউজের
দেখবে ওরা তাকিয়ে-
আড়চোখে দুগ্ধভরা মোর স্তন!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।