নরক যাত্রা
- আরিফুল হক দ্বীপ - দুঃখগুলো সব নারীর

বারণ করেছে মা
স্কুল কলেজের মেয়েরা নাকি হয় না ভালো,
ছেলেদের সঙ্গে মেলামেশা
শেষে কি জানি কি হয়?
বুকে তার ভয়।
তাই স্কুল স্বপ্ন ভেঙ্গে দিয়ে আমার
আরবি শিখতে পাঠালো।
মাদ্রাসার হুজুর পীর সমান,
কত তাবিজ কবজ এনে মা পেয়েছে
পরিত্রাণ।
পিতার মতো যারে চোখে দেখেছি,
এমন হিংস্র দৈত্য-মূর্তি ধরবে ভাবতে পারি নি
সবাইকে দিয়ে দিলো ছুটি,
তবে আমি কি করে ফেললাম মহা ভুল ত্রুটি?
শাস্তি পাবো,কি ভয়?কি ভয়?
চিৎকার করবো,তাও পারি নি,
পাগড়ি দিয়ে চেপে ধরে মুখ,
তারপর কি বিভৎস
ভঙ্গি যমদূতের মতো যেন চোখ মুখ।-

কটি মাস চলে গেলো,
ভয়ে আমি আজো কাঁপি,
বলতে পারি নি কাউকে মুখ ফুটে
হুমকি ধমকি তার, মৃত্যু ভয়ে কাতর।
আজ যখন অন্তঃস্বত্তার খবর
পেলো গ্রামবাসী,মায়ের মুখে চুনকালি
আমাকে নষ্টা বলে অপবাদ রচিলো সবাই,
মাও আজ বোবা হয়ে গেলো ভাষা নেই।

সম্মুখে দেখতে পাই ঘন আঁধার পৃথিবীর
ওইতো কড়িকাঠ,এইতো সাদা ওড়না
আমার ডাকছে নরক,তবুওযে ভালো।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।