বেশ্যা
- আরিফুল হক দ্বীপ - দুঃখগুলো সব নারীর

খদ্দের নিয়ে আমি উপরে উঠে যাই,
আমার অবোধ ছেলে বোবা হয়ে নিচে
দাঁড়িয়ে থাকে একা।
চায়ের দোকানদার
মন্তাজ কান টেনে তার,
গাঁজার ধোঁয়া উড়িয়ে ধমকের স্বরে বলে-'
কই চাইয়া থাহস্ হারামজাদা,
হালা বেশ্যামাগীর পুত।'
সেয়ানা হবার আগে সেই নিষ্পাপ শিশুটিরে
ফেলে আসতে হয় আমার অন্য কোন ঘরে,
কাঁদে মানিক আঁচল ধরে,-
তবু কিছুই করার থাকলো না এক হতভাগীর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।