সাধন গুরুর খোঁজে
- আবু নাছের জুয়েল
কোথা পবো সে সহজ মানুষ
অমূল্য রতন যে
মনের ভেতর সহজ সরল
কাজের মাঝে সৎ সে৷
কোথায় পাবো সাদা মানুষ
জীবনে যার কালি নাই
এমন একখান জীবন গেল
তবু নাহি দেখা পাই৷
কোথায় আছেন সাধের সাধু
চাওয়া পাওয়ার পীড়া নাই
অল্পতেই অধিক খুশি
সংসারে যার পীড়া নাই৷
খুঁজি তারে সাধের সাধক
শুধুই তারে খুজে যাই
ক্ষুদ্র মোর জীবন মাঝে
কভু যদি দেখা পাই
তার চরনে জয়গা নিভ
তার প্রেমেই সফে দিব
দেহ মন আছে যাই৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।