আমিও মানুষ
- আরিফুল হক দ্বীপ - দুঃখগুলো সব নারীর

আমার বুকের দিকে এতো আকর্ষণ কেন
তোমাদের বলতো-
বুকে আমার কী আছে?
সন্দেশ?
কালিয়া কোপ্তা নাকি রসমালাই?
কিসের গন্ধ পাও?
কায়রোর মুগলাই?
বগুড়ার চমচম নাকি নাটোরের কাঁচাগোল্লার?
আমারও সযতনে লালিত উদ্ধত মাংসের উপর
আছে অধিকার-
রক্ষা করতে তাকে কাপড়ের আশ্রয়ে।
তোমরা কেন দিবে না তার গোপন আশ্রয়?
কিংবা একটু স্বাধীনতা-
এতো লোভ কেন তোমাদের
ছিঁড়ে ছিঁড়ে যেন খেতে চাও-
বনের নির্মম মাংশাসী হায়েনার মতো,
আমিও মানুষ,আমারও আছে স্বাধীনতা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।