ভালোবাসার কবিতা
- আরিফুল হক দ্বীপ

তোমাকেই বলছি ওগো প্রিয়তম
সিগারেট খাবে না তুমি আর,
ও ঠোঁটে তবে আমাকে চুমু খাওয়ার
নেই অধিকার।
সিগারেটে নিকোটিন,
বিষে বিপন্ন হয়ে যায়যে শ্বাসতন্ত্র।
বলো তখন কেমনে নিবে গন্ধ টেনে
প্রাণভরে আমাকে তোমার প্রিয়তমার।
কসম খেয়ে বলো আর নয়,
আর নয় হাতে বিশ্রী গন্ধমাখা ওই শলাকা,
ফুটুক হাতে গোলাপ-
আর হৃদয় নিংড়ে আসা
ওই ঠোঁটে এক টুকরো ভালোবাসা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।