আমার আছে বকুল মালা
- আরিফুল হক দ্বীপ
কফি নয়,চা নয় শঙ্খমালা,
নিয়ে এলে বুকে করে ভালোবাসার পেয়ালা।
বললে,প্রিয়তম ধরো এ পেয়ালা ভালোবাসার।'
ঠোঁটের কোয়ায় চুমু খেলাম,
নম্র হাতের ছোঁয়া পেলাম
অমল শরীরের অনবদ্য গন্ধ নিলাম।
কি চাই আর আমার?বলো কি দেবো তোমায়?
ভালোবাসা হাতে,এই নাও আমার আছে বকুল মালা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।