কী করি উপায়
- রফিকুল ইসলাম রফিক
দুপুরের ঝাঁঝকে প্রবোধ দিলাম
মেনে মেনে করেও মানলো না সেদিন
কী আর করা- দিলাম অধিকরণ কারকের ভয়
কিছুকাল চুপ থেকে সাধের দুপুর আমার বিকেলে গড়ায়।
সময়ের মাটির ভেতর ইতিমধ্যেই গেড়ে গেছ তার
বেশ কিছু শক্ত শেকড়; বায়ুমন্ডলে কিছু ডালপালা
সময়ের ছন্দিত তাপে বেশ তো চলছিলো দিন।
কিন্তু এ কী! আবার সেই ঝাঁঝাল উত্তাপ
দুপুর গড়িয়ে বিকেল এসে আছাড় খায় বিকেলের গায়
আমি কী করি উপায়!
ভেতরে লুকানো সেই ঝাঁঝাল উত্তাপ
নির্মম গনগনে আগুণ হয়ে আমায় কেবলি পোড়ায়
দেহমনে জড়িয়ে থাকা এ আগুণ
আজ কী করে নিভাই
আমি কী করি উপায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।