অপেক্ষায় স্বপ্ন
- আরিফুল হক দ্বীপ

ঝড়ের মধ্য থেকে যখন দিব্যি দেখি
বাঁধার মস্ত প্রাচীর,
এখানেই পড়বো মুখ থুবড়ে?
আমার সেই স্বপ্ন ভ্রমরা
ওপাড়ে অপেক্ষারত
দিবারাত্র পুষ্প মালঞ্চ হাতে,
পৌঁছাতেই হবে তার কাছে।
বিপন্ন হোক জীবন তবু-
মাড়াতে হবেই এই বিস্তৃত বিশাল প্রতিকূল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।