জলকন্যা
- আরিফুল হক দ্বীপ

কাল হয়তো ছিলে জলে
নেচে নেচে কাঁপায়েছিলে জল,
শ্যওলা আর বালুকণা
হয়তো কাল খেয়েছিলে তুমি
ওগো ও জলের কন্যা।
রাণীর মতন এতকাল করে এলে-
রাজত্ব জলে।

আজ তুমি কোথায় ললনা?
ভাতের প্লেটে নিস্তেজ পড়ে আছো
তোমারে ছুঁইতে আজ নেই কোন বাঁধা,
কি স্বাদের খানা!
জলকাঁপানো হে জলকন্যা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।