বাসবো ভালো মানুষ
- আরিফুল হক দ্বীপ

বাসবো ভালো মানুষ
হিন্দু না ওরা বৌদ্ধ চিনিনা তাদের,
শুধু জানি ওরা মানুষ।
বাসবো ভালো মানুষ
পথের ভিখারী,রুগ্ন নর-নারী
বিপথগামী নষ্ট নারী,
বাসবো ভালো শুধু মানুষ।

বস্তির মানুষ,রাস্তার মানুষ
হাটের মানুষ,মাঠের মানুষ,
কেউ আলাদা নয়,
ওরাও মানুষ-
বাসবো ভালো মানুষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।