বউ দেখা
- আরিফুল হক দ্বীপ
দেখিতো মার হাতটা,পা দুটি দেখি
আর নখগুলি-
দেখি একটু হাসতো মা
দাঁতগুলো দেখি তোমার
উঁচু নাকি সমান,দুগ্ধ সাদা নাকি
কালো ময়লা?
এইযে বোন ঘোমটা সরাও
দেখি তোমার চুল;
রেশম কালো নাকি অশ্ববর্ণ
বেঁটে নাকি লম্বা?
দেখি কানটা,এদিক ওদিক আছে কিনা
চোখটা কেমন?
হরিণী নাকি বাঁকা ট্যরা?
নাকটা দেখি,
বোঁচা নাকি বাঁশির মতো?দেখি দেখি-
পছন্দ করে বধূ ফিরে ঘরে দর্শনার্থীরা
অবলা একা ভাবে মনে মনে,
বাকী রইলো আর কী?
দেখতে পারতেতো দু চোখ মেলে-
তার স্তন,
পেট,পিঠ নাভি,উরুদেশ!
সবকিছু দেখে তারপর করতে সাব্যস্ত
বাজারের এই পণ্যটার-
মূল্য আছে কি নেই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।