আমন্ত্রন
- মাহাবুব আলম

চাঁদ আমারে ডাকে আয়
এই আকাশের সুনীল গায়,
সাঁজাবো তোরে আমার রঙ্গে
থাকবি যে তুই আমার গাঁয় ।
আমার সকল সুখের ভেলা
তোরে লয়ে করবে খেলা,
আমার ভাষায়, আমার কথায়
আয় নারে আয় সুর মেলায় ।
আমার দেশের সকল পরী
তোর হৃদয়ের কানন ধরি,
করবে খেলা দোলবে দোলা
থাকবি মেতে সঙ খেলায় ।
আমার সকল ধবল বাহার
তোর গায়েতে মেখে,
সোনার খাটে মিলন ছন্দে
শুনবি সুখের প্রেম সানাই ।
আয় না এবার আমার মাঝে
আগমনের বীণা বাজে,
এই নিশিতে সেই খুশিতে
নূতন করে সুখ বিলাই ।
শেষ যামিনীর বাহন পরে
আয় ফিরে তুই আমার ঘরে,
দুজন মিলে ধরিএীকে
প্রাণে প্রাণে আজ মিলায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।