প্রেরণা
- আরিফুল হক দ্বীপ

যে জলসায় নাচবে তুমি হবো তার-
আলোকসজ্জা,
চারপাশে তোমার ঘুরে বেড়াবো-
জোনাকীর মতো
দেবো গায়ে ছড়িয়ে সবটুকু আলো।
সুদীর্ঘ নৃত্যের পর হয়ে যাও যদি ক্লান্ত
ভয় নেই তোমার,
রুমাল হবো মুছে দেবো ঘাম-
আর পেয়ালা হবো বরফমাখা জলের।
তবু তুমি নেচো,
ছেড়োনাকো হাল-
তিরস্কারে ওদের কত হবে আর জর্জরিত
ওদের বন্যকুকুর সুলভ গালি
কত করবে আর হজম?
পরাজিত হবে কেন লড়াইয়ে
মনের পিয়াস মিটাও অমাবশ্যাদের।

শুধু দিওনাকো তোমার যা কিছু প্রিয়,
অমূল্য যৌবন
লজ্জা ঢাকার ভূষণ হয়ে রবো তোমার
খুলে দিওনাকো ওই বসন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।