মানুষের গৌরব
- আরিফুল হক দ্বীপ

মাঠের বুকে পড়ে থাকা
একটা মৃত গরুর মাংস খাচ্ছে শকুনেরা,
খুবলে মুখ,বুক পেট-
কলিজা বের করে খাচ্ছে।
বাতাসে গরুর পচা গন্ধ ছড়ায়,
দৌড়ে পালায় লোকে
যেমন পারে দৌড়ায়।

যদি ঠিক এখানেই আজ পড়ে থাকতো
কোন এক মৃত মানুষ।
পারতো খেতে তার বুক পেট কলিজা
শেয়াল শকুনের দল?
পারতো না-
কারণ তার মৃত দূর্গন্ধে শেখেনি-
মানুষ দৌড়ে পালানো।
নির্দিষ্ট গন্তব্য কোন পেতো সে মানুষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।