মাঝির দেখা নাই
- সৌম্যকান্তি চক্রবর্তী

বসে বসে পায়
ঝিনঝিন ধরে যায় ..
বনবন ঘোরে মাথা ..
আবার পেটেতে ব্যথা !

বিপদের এক শেষ -
কোনটা যে বলি !
ঘিরে আছে একসাথে ...
তাও পথ চলি !

তবুও যে মাঝে মাঝে
কিছুই ভালো লাগে না যে ..
জীবনের তরীখানি ...
তবুও বেয়ে যাই ---
অকূলে ভাসাইলাম তরী -
মাঝির দেখা নাই !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।