রাস্তার ছেলেটা
- আরিফুল হক দ্বীপ
রাস্তার ছেলেটা প্রতিদিন আসে
রেললাইনের উপর-
কাগজ কুঁড়াতে আসে।
বস্তায় ভরে -
কাঁধে বয়ে নিয়ে যায় রোজ
ঘর নেই তার,পিদিম কোথায়?
বলবে তারে কেজন
বইটি নিয়ে বসরে খোকন।
কেউ ডাকে না,
ভাতটি খেতে কেউ সাধে না।
পেটটি যে তার জ্বলে খিদায়
একটি রুটিতে দিন কেটে যায়।
বাপযে ছিলো এই ছেলেটার,
রেলে পড়ে মরলো সেবার।
মাযে আছে,তবু পায় না ছুঁতে
থাকে বেশ্যাপাড়ায়,
ফেলে গেছে তারে সেই ছোট্টবেলায়।
তবু যেন এই ছেলেটা
রোজ রাতেতে-
দাঁড়িয়ে থাকে ওই গলিতে।
মা যদি তার আসে একবার
রাখবে মাথা বুকে তাহার।
এই ছেলেটার স্বপ্ন নেই,
গাড়ী করবে,করবে বাড়ি
শুধু স্বপ্ন মাযে তার,
ঘরে দিয়েছে পিদিম জ্বেলে
ডাকছে তারে আয়রে খেতে।
দুহাত ভরে করছে আদর,
বুকে নিয়ে গল্পে মাতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।