জোছনার মায়ায়
- আরিফুল হক দ্বীপ
একটি চাঁদ আছে ওই ঘরে,হাসে
কখনোবা কাছে টানে আমায়।
তার ইশারা-
যেন কোন ক্লান্ত পথিকের চোখে
সহসা ভেসে ওঠে রূপোলি জলাভূমি;
সবাই দেখে ঘোর তমিস্রা-
ডাস্টবিনের মতন,
কীটপতঙ্গে খাওয়া তার জীবন।
ব্যঙ্গ করে
দূরে চলে যায়,বহুদূর ঘৃণায়
নির্মেঘ মুক্তো নীলাকাশে নেই তার ঠাঁই।
আমি তাকে
নীল আকাশে দেখি রাতের ভিতর
চাঁদ হয়ে-
আমায় ভাসায় সে জোছনার মায়ায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।