প্রমোশন
- আরিফুল হক দ্বীপ
এবার হবে প্রমোশন,
বসের বাসায় করেছে রাত্রিযাপন।
এলোমেলো গায় ফিরেছে ঘরে
সুন্দরী তার বউ।
চোখে ওর ক্লান্তি,অস্ফুট কথা মুখে
স্বামীর চোখে রঙ্গিন ক্যনভাস
পেয়ে গেছে প্রমোশন।
এবার কেনা হবে ফ্ল্যট,ধানমন্ডি,গুলশান
বাইকটা রেখে দিয়ে কেনা হবে
নিউ ব্র্যন্ডের গাড়ী,এসিহীন জীবন
নয়তো আর-
সিগারেটযে ধরে না তার
এবার যাবে মুখে বিয়ার হুইস্কির বোতল,
'ধন্যবাদ,প্রিয়তমা তোমায়,এনে দিলে প্রমোশন।'
পর্দার আড়ে দেখে কে-বা এইসব
রাতের মুখোশে হয় কত মলিন ফুলের টব।
লুফে নিতে জগতের আনন্দ প্লাবন,
ভেঙ্গে দিতে সব দৈন্যতার বেদন-
এইভাবে হয়ে যায় হাজারো প্রমোশন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।