বিদ্রোহী
- আরিফুল হক দ্বীপ
আমি আর কতোদিন বলো এভাবে
দুগ্ধ করে যাবো দান শুধু,
চোখ বুঁজে যাবর কেটে যাবো
কতোদিন আর
এই অসহায় অবোধ প্রাণীটার চর্ম
গায়ে দিব্যি রেখে দিবো?
আর কতোদিন রাখবো শিংগুলো ভোঁতা করে-
ভয়ে তোমাদের বলো?
রৌদ্রের তপ্ততা আমারও গতর চর্ম করে ভেদ,
আমারও রক্ত ঢেউ খেলে ভিতর-নিরন্তর।
না,আর নয় এ নম্রতা,
কাঁটাহীন পুষ্পতা দান আর নয় রচনা।
এই পা কঠিন মৃত্তিকায় দিয়েছে বহু-
পবিত্র ফসলের সম্ভার।
তবুওকি পেয়েছি কভু ক্ষুদ্র ভালোবাসাটুকু?
জুটেছে উপহার কেবল শোষণের নানা তিরস্কার।
চলবে না আর এই নির্মমতার খেল
অবোধ পশুর শরীরকে দিলাম আজ ছুটি
আক্রোশ মূর্তির পোশাক গায়ে দিবো ঠাঁই,
হবো বিদ্রোহী-
তোমাদের ক্ষমা নাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।