লেনদেন
- আরিফুল হক দ্বীপ

প্রিয়তমা,হাঁড়ি ভরে কি এনেছো
কুয়াশা কাতর এই ভোরবেলায়?
বললে,খেজুর রস।'
'একটুখানি দেবে?'
'নাগো না,মাথা যদি ঘুরোয় তবে?'
'তবে একটু হাসি?'
'দিতে পারি,
যদি তুমি বাজাও বাঁশি।'
'তাহলে কটির হৃদয়হারিণী
ওই নৃত্য?'
'দেখাতে পারি,-
যদি তুমি শোনাও গান নিত্য।'
'তবে একটু হৃদয়?'
'এই দিতে পারি,শর্তহীন,নেই সংশয়।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।