গাঁয়ের বউ লাল গরু যায় লয়ে
- আরিফুল হক দ্বীপ

সন্ধ্যা ঘিরে এই গাঁয়েতে,গাঁয়ের বধূ মাঠে,
লাল গরুটা নিতে এসে পড়লো ঝামেলাতে।
মোড়লের ক্ষেতের ধান খেয়েছে,ছেলে তার আগুন,
নিবে খোঁয়াড়ে বধূর গরু,মাথায় চেপেছে খুন।
বধূ কান্দে,পড়লো ফান্দে,এখন কি উপায়?
না দেখলে গরু,স্বামীযে তার তুলবে লাঠি গায়।
'ছেড়ে দাওগো হয়েছে ভুল,করি হাতজোড়,
আমি বড় হতভাগী,দাওগো ছেড়ে,শান্তি নাইযে মোর।'
বধূর গলার কাঁপন শুনে যমের মনও কাঁদে,
মোড়ল ছেলে দেখলো জল,রাখলো না আর ফাঁদে।
'মুক্তো তুমি,মুক্তো গরু তোমার চোখের ভাষায়।'
গেঁয়ো বউটা চক্ষু মুছে,ভাসছে শূন্যে হাওয়ায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।