সন্ধ্যা
- আরিফুল হক দ্বীপ
সন্ধ্যা হয়;
কয়েকটি ধূসর বলাকা পাখনা
নাচিয়ে যায় উড়ে।
রাখালের গরুগুলো আর মুখে
তুলে না ঘাস,
কুলুকুলু নদীর পাশে চরশূন্য রেখে
চলে,শুধু দোলে উদাসিনী কিছু কাশ।
ব্যস্ত কিষাণেরা শস্যের ক্ষেত ফেলে
চলে আপন আবাসে-
খড়ের ঘরগুলো বাঁশের ঈষৎ ফাঁকা
বেড়া চুয়ে জ্বলে প্রদীপ-পল্লীবধূর
স্বপ্নগুলি যেন তেমন-
প্রজ্জ্বলিত হয় ওঠে সন্ধ্যার আগমনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।