সন্ধ্যার পাখিরা
- আরিফুল হক দ্বীপ

ডানা মেলে অজস্র পাখিরা ঝাঁক বেঁধে ফেরে নীড়ে,
সন্ধ্যের পাখিরা অবাক করে মন মোর যায় উড়ে।
কি মায়া দেখালো ওই পাখায়,করে আমায় আহবান,
ঐকতানে মিশি যেন হই তেমনি এক প্রাণ।
রোদ ঘুচেছে গাছের সারিতে,সন্ধ্যা এসেছে নেমে,
সন্ধ্যা অবকাশ করলো সুধাকর,তাদের এই প্রেমে।
যাতনা কিগো গিয়েছি ভুলে,কবেকার কুৎসিত ছায়া,
টানলো আমায় ওদের নীড়,যাই অতিথিবেশে সে কি মায়া।

দূর বনে আঁধার ঘিরেছে রবি রাঙ্গা ঝরে,
কোথায় বেঁধেছে ডেরা জানি না,কোন্ সে সুদূরে।
সন্ধ্যান করি কোথা?তালের পাতায় নাকি বাঁশের পাতায়?
অজ্ঞাত দিঠি রেখে গেলো ওরা,করলো পর আমায়।
শুধু কিছুক্ষণ রইলাম চেয়ে আকাশপানে অপলকে,
অবশেষে পৃথিবীর আঁধার আলয়েই ঢুকাই নিজেকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।