বর্ষার সিক্ত কাব্যে
- তানজির উদ্দিন - দিদি

কাব্যহীন জীবনের তরে উন্মোচন করো
উন্মোচন করো হে দিদি
বর্ষণ ক্ষান্ত সিক্ত এই তল্লাটে উন্মোচন করো
আজিকার গুণ্ঠন হে দিদি
পথের তরে ভুলায়ে লও ক্ষণিকের যাত্রী রে
ভুলে যাক ঘরের প্রীতি আদরে
সে হীন কাব্যের প্রসাদ অমৃত লাবণ্য ভরি
সে গাহুক গান , আহা মরি !
রংহীন ধুসর তল্লাটে এবার জাগুক শ্যমলী
দিদি , দেখো নাচিছে রঙালী
আজি
বর্ষণ শেষ ক্ষণ অধীর অপেক্ষার চিত্রে
ঝরিছে অঝর লোচনা বর্ষ পথির গাত্রে
আর ঐ দূরে অস্ফুট স্মৃতিখানি কাঁপিয়া
নিমিষেই ভুলিয়া যায় যায়রে সে নাচিয়া ।

বিমূত থাকিলে বর্ষণ কোলাহল
ঘরে ঘরে উঠিলে মহারোল
বন্ধনে বন্ধনে জাগিলে শোক গাঁথা
মুছিলে বর্ষণে কাহারি ব্যথা
নিকুঞ্জ পারে ঐ দেখো দিদি বর্ষ তটিনী
আজিকে তাহার গুণ্ঠন হারিয়া নাচে তটিনী
ভুলেনি কি সে কবেকার উন্মাদ গীতি
জাগেনি কি সে দেখিয়া আজ সবেকার প্রীতি ?
বন্ধনে আর কে আসিবে কোন কালে
দিদি
ওদের ক্লান্ত দিনের তরে
ওদের সিক্ত বর্ষার তরে
মিটিয়ে নিয়ে চলো বাদ বিবাদ ঝগড়া বিবাদ
অদূরে অগোচরে উঠুক নিনাদ । বাজুক নিনাদ ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।