তুমি
- আরিফুল হক দ্বীপ
তুমি নাগিনী,সাপিনী,তুমি হলে মোর প্রেমিকা,
জোছনা ভরা বিভাবরী তুমি,থাকবো না আর একা।
তোমার এ রুপ নিয়ে ভেবেছি আমি কত,
শরীর তোমার এ মনে পাঠ করেছি শত।
তুমি সুন্দরী,যৌবনা,তুমি মোর মধুমাস,
বাসবো ভালো তোমারে,যতদিন আছে এই নিঃশ্বাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।