ভালোবাসার কথা
- আরিফুল হক দ্বীপ

অনামিকায় তোমার এখন যারে করে আছো লালন
ঘুমের ভেতর;
স্বপ্নের গালিচায় বসে মুখোমুখি-
তার সাথেই বলো কথা,
নদীর ঢেউয়ের,গাঙ্গচিলের
প্রজাপতি,ফুলের বনের।
পারো কি শুনতে গহীনে তার হারিয়ে গিয়ে
বলতে পারছেতো-
অজরে একটিবার-'ভালোবাসি।'


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।