বসন ও বাতাস
- আরিফুল হক দ্বীপ

বাতাস এসো,তোমার সঙ্গে গল্প করি আজ।
রোদের সঙ্গে আড়ি আমার
তাইতো সে হাসে নি আজ।
মেঘের খোলসে-
ঘুমিয়ে এই দুপুরে
আর্দ্র শরীরে
সে কতক্ষণ আছি দুলে,
আমায় একটু ছুঁয়ে যাবে তুমি?
ঘরে আমার বিবসনে প্রিয়তমা,
পায়যে লজ্জা।
শুকিয়ে যাও আমায়-
এসো কেটে যাবে ক্ষণ
সুখ দুঃখের গল্প করি আজ দুজন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।