নির্বাসিত দুঃখ
- আরিফুল হক দ্বীপ
নেই বৃষ্টি,মাঠ প্রান্তরে চিড় ধরেছে,
খরায় প্রাণশূন্য ধরা;
হঠাৎ কাঁপে আগুন,আকাশের গালে
মরছি একা বসে মরা ডালে।
বৃষ্টি এসে তৃষ্ণা মেটায়-
উষর প্রান্তরের।
আর আমি সব দুঃখগুলো আমার
মুড়িয়ে চোখে-
ছেড়ে দিই বৃষ্টির গায়ে।
এখন আর নেই কোন দুঃখ আমার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।