অনাগত তরঙ্গ রাশি
- তানজির উদ্দিন - দিদি

সেই দিন ভুলিবে কি
দিদি
পথের আড়ষ্টতায় যবে ভাসি বিমোহন তরঙ্গ রাশি
জড়ায়ে লইবে মহাপ্রয়ানের দ্ব্যার্থ কাব্য অনাগত রাশি রাশি ।
সেই দিন থাকিবে কি
দিদি
স্মৃতির দুয়ারের খোপ লাগিয়ে অধীর প্রতীক্ষায়
বিষাদ ঘরনে কাঁপিবে কাব্যহীন অন্তিম বিদায় ,
সেই মহাদিনের তরে
দিদি
থাকিয়া অধোবদনে লোচন নামিয়ে একলায়
ঝরিছে মেঘরাজি গগণ হতে এ প্রভাত বেলায় ।

স্মৃতিরা ভাসিবে অথৈ জল তরঙ্গে
কার হেন সুর বাঁধিব অঙ্গে
যে কালে বাজাইনু বাঁশী
তা হলে সর্বনাশী
দিদি
অকালের তরে
তুল বাজায়ে বাঁশী অন্তরে
সে বাঁশীর সুর ধরিয়া নাচিবে বিশ্ব
কাঁপিবে নৃত্য তালে নূতন তালে মোর বিশ্ব ।
অনাগত সেই তরঙ্গ উচলি খেলায়
যারা মাতিলে আজি এথায় একায়
নাহি কি দিদি
তাদের স্মৃতি কি গিয়াছে ভাসি হায় !
আজু হম বাঁশী লও দিদি সবে যায় !
দেখো দূর গগণ পরে সকলে ধায়


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।