আজব পাখি
- আরিফুল হক দ্বীপ
আমিও কেন সবার মতো
বসতে পারি না তোমায় নিয়ে
জনশূন্য কোন পার্কে
কাজল মামার ফাস্টফুডের দোকান
ইয়াসিনের চা স্টল,
কত কত কপোত কপোতীদের
জম্পেশ আড্ডা হয়,
কত কত সন্ধ্যা হয় কফির পেয়ালায়
চুমুক শেষে-
তোমার আমার তবু হয় নাকো বসা
কোনদিন কোনখানে।
এই বর্ষা মধ্য পেরোল
তবু ভেজা হলো না একদিন,
বৃষ্টির চুম্বন-
মাখা হলো না গায়।
তুমি আমি সেই আগের মতোই
রয়ে গেলাম,মুঠোফোনে বন্দী
যেন দুটি আজব পাখি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।