পাওয়া না পাওয়া
- আরিফুল হক দ্বীপ

তোমায় পাই তটিনীর নির্জন পাড়ে
পাহাড়ের বুক ঘেঁষা ঝর্ণার পাশে-
সবুজ ভরা শালবনে।
তোমায় পাই ধানক্ষেতে,মেঠো আঁইলে
শুক্লা দ্বাদশীর রাতে বকুল বনে।
তোমায় ছুঁতে পারি না,
হাত বাড়ালেই খেলো লুকোচুরি
হেসে হেসে ছড়াও মাধুর্যের ফুলঝুরি।
কখনো বাড়াও দু বাহু আর-
ডেকে যাও, ওগো ক্লান্ত প্রেমিক এসো হেথা
বুকের বিছানায় ডুবিয়ে যাও মুখ;
পেয়েছি পেয়েছি আমি স্বর্গের সুধা
কি সুগন্ধ তোমার হাস্নাহেনার বুক।
তুমি আসো নীল আকাশের মায়ায়-
নীল শাড়ী পড়ে।
কখনো বা সূর্যমুখী;
আবার কখনো টুকটুকে রাঙ্গা বউ সাজে
লাল শাড়ী পড়ে।
রাত শেষে তুমি কোথায় আবার যাও চলে মানবী
তোমায় খুঁজে খুঁজে-
এক প্রেমিকের কাটে ব্যর্থ দিন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।