একটি বিকেল খুঁজি
- আরিফুল হক দ্বীপ

একটি বিকেল খুঁজি;
আবার বসি ব্রম্মপুত্রের তীরে সবুজ ঘাসের গালিচায়
শুনি আবার নিঃশ্বাস দুজনার হৃদয়ের নিগূঢ়তায়।
একটি বিকেল খুঁজি;
তোমার বুকে শুয়ে রবীন্দ্রসংগীতে চোখের পাতার পরাজয়
ছুঁয়ে যায় প্রজাপতি,জোড়া ধানশালিকের মতো কাটে সময়।
একটি বিকেল খুঁজি;
কস্তূরী ঘ্রাণে তোমার লুকোই আঁচলে নীরবতার ভিতর,
দেখি আবার সেই সীমানা,ভালোবাসার আলোময় কোন চর।
একটি বিকেল খুঁজি;
তোমার করতল মুঠি করে চলে যাই সুদূরের অজানায়,
দেখি আবার হাওয়ার ডানা,ছুঁয়ে যাচ্ছে আমাদের ভালোবাসায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।