রোদ্দুরের দেখা পাই
- আরিফুল হক দ্বীপ
আমার ভিতরের দুরন্ত সাইক্লোন তুমি নাও
তোমার সমুদ্র ঝাউবন আমায় দাও।
তুমিও বাঁচ,আমিও বাঁচি
দু চোখ কাঁদে আমার-
বিপুল জলরাশি পেতে তোমার।
বুকের মধ্যে আছড়ে পড়ি;
উন্মাদনায় নাচাই ঝাউবন।
তুমিও কাঁদো,
তুমিওতো চাও আমার কর্কশ হুংকার
দুরন্ত নিঃশ্বাস আমার-
বুকে তোমার বিক্ষিপ্ত ঢেউ তুলে
তুমিও বাঁচ,আমিও বাঁচি
যেন সহস্র বছর অন্ধকারে ডুবে থেকে দুজনে-
অনন্ত রোদ্দুরের দেখা পাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।