পরিব্রাজক চলে অভিনয়ে
- তানজির উদ্দিন - দিদি
হঠাত্ দূর পানের উদয় হাস্য করা আবর্তনে
গানে গানে স্বপ্ন জাগে অধীর আহ্বানে
নাই ,
হে পরিব্রাজক ফিরে এসো আজি মোর আহ্বানে
এসো বন্ধনে ক্রন্দন ভুলি নব জয়গানে জয়গানে ।
কানে তুলিলে না পরিব্রাজক আজো
দেখো দূর কাননে বাজে আজো
বিরহ বংশীর তান ধরিয়া পথে নামে
দেখো সে রাখালীর চলে দশমে
ওরে ঐ দূর পথের উদয় গানের দশমী জাগিছে মনে
হেথা মনঃ নিকুঞ্জপারের আহ্বান তুলিলে না কি কানে !
মায়াবিনী ডাকে সুর তোলে মায়াবী বংশী
নিরালায় ঐকান্তায় হায় হায়
ওরে মায়াবিনীর সেই সুর উছলিয়া এ বংশী
একলায় তুলিতে ধায় দূরে ধায় ।
একী কল কল্লোলে বাজিছে কোনসে আহ্বানী
নাহি শুনি হে পরিব্রাজক চলিলে নাহি শুনি
অপেক্ষায় কাটিয়া মায়াবিনী আজি তুলিয়া বংশী
বাজায় বাদ্যনী দূর দিনের লাবণী তাহার ও বংশীতে
হায়রে এ চলিলে অভিনয় খেলায় আজো মায়াবী বংশীতে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।