তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ১৫
- অনির্বাণ মিত্র চৌধুরী
হয় ভালবাসবে,
নয় তো ঘৃণা
এ দু'টোর একটা,
ভিন্ন কিছু না।
হয় কাছে টানবে,
নয় দেবে সরিয়ে
মানবো না ছিনিমিনি
হৃদয় নিয়ে।
হয় পাশে দাঁড়াবে,
নয় করবে মানা
মন নিয়ে দোটানা
সইবো না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।