সত্যবদ্ধ কথা
- শাওন সারথি
একজন অনির্বাচিত শাসক যখন মুক্তির কথা বলে
তখন সত্যি খুব ভয় হয়।
ভয় হয় হতবাকে আর বিহ্বলতায়।
যতটা ভয় পেলে নরম শামুক তার শক্ত খোলসে লুকায়
আর শীতের শুরুতেই বয়ক্লান্ত বৃদ্ধ পাতারা ঝরে পরে।
বুকের মধ্যেই অনিবার্য দহন হয় আর
ধোঁয়ার কুণ্ডলী পাক খায় চোখে মুখে এমনকি
মুষ্টিবদ্ধ আঙুলের চুড়ায়।
অথচ কথা ছিল
আমাদের এই ভূমি হবে ফসলের সুষম বন্টন ব্যবস্থা,
আমাদের এই ভূমি হবে মানুষের ন্যায্য অধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত,
আমাদের এই ভূমি হবে বর্ষার প্রথম জলে ভিজে যাওয়া পবিত্র কাদামাটি
একজন শ্রমিকের উন্মুক্ত পিঠের ঘামের মত।
অথচ অনির্বাচিত বর্গীরা ক্রমশ বাড়ায় অপচ্ছায়ার হাত অন্ধকারে
পরিস্ফুটিত সত্যের দিকে ক্রমাগত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
২৮-০৬-২০১৫ ১৯:৫৭ মিঃ
সত্যবদ্ধ কথা, শিরোনামটা অনেকটা সরল ছেলে মানুষী লেগেছে। অন্য কোণ শিরোনাম দেখলে ভাল লাগতো।
কবিতা ভাল লেগেছে কবি।
২৮-০৬-২০১৫ ০৭:১০ মিঃ
অথচ কথা ছিল
আমাদের এই ভূমি হবে ফসলের সুষম বন্টন ব্যবস্থা,
আমাদের এই ভূমি হবে মানুষের ন্যায্য অধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত,
আমাদের এই ভূমি হবে বর্ষার প্রথম জলে ভিজে যাওয়া পবিত্র কাদামাটি
একজন শ্রমিকের উন্মুক্ত পিঠের ঘামের মত।
অথচ অনির্বাচিত বর্গীরা ক্রমশ বাড়ায় অপচ্ছায়ার হাত অন্ধকারে
পরিস্ফুটিত সত্যের দিকে ক্রমাগত। অনন্য মান সম্পন্ন কবিতা এই কবিতা সমসাময়িক ও বাংলার গণ্ডিকে অতিক্রম করবে, আমি কবিকে অনুরোধ করবো কবিতাটি অনুবাদ করানোর জন্য। তবে অবশ্যই ভালো একজন ইংরেজি জানা কবিকে দিয়ে।
ধন্যবাদ কবি, তোমার সৃজনশীলতায় রচিত হোক নতুন বিশ্ব।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।