বিরহিনী মোর বিরহ বাঁশীতে
- তানজির উদ্দিন - দিদি
আজো কি শুকতারা উঠে নাই দূর গগণে
চন্দ্রবদনে একী রূপসী তিলক আঁকি চলিলে বিরহিনী
আজো কি বেহালায় সুর উঠে নাই মোর গানে
চন্দ্র লাবণ্যে দেহ ভরায় কোন খেলায় এ মর্ত্য বিরহিনী ।
কুলে কুলে নষ্টিলে অনাগত যাহারা
উদয় পথের তারকা আজি খসিয়া হয় হারা
পথে পথে শোক ব্যথা দুঃখ অবিরত
গানে গানে সব পালায় তবু নাহি দেখি হাতছানি আনাগত
বিরহ কাব্যের প্রিয় জানে না কোন বিরহে
দিগম্বরে অম্বরে অম্বরে ব্যথা জুড়ায় অহরহে ।
স্মরিয়া দিনকে দিন সবকটি গান হারাইলো
আজি হম বাঁশীতে কে এ বিরহী সুর তুলিলো
সে বিরহী সুর আজ মোর এই জাগরণ ক্ষণে আসি
দূর পথের মায়া ছাড়ি হাতে তুলিল বাঁশী
মোর বিরহী বাঁশী
বিরহিনী বাজাইলো হাসি
এবার দিগম্বরে মোর প্রীতি যবে নাশী ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।