কোন বাণীর তরে দিদি
- তানজির উদ্দিন - দিদি

উদয়ের উন্মোচনি দিনের আহ্বান কি আজো আসেনি
দিদি
ঘরের বিমুগ্ধ আহ্বানী কে আনি বাজাইলো হাসি কোনসে বাণী
দিদি
আজো হম বাণী দুরের পথে টানি অনাগত হয়নি কি আহ্বানী
চন্দ্র লাবণ্যে সেথায় ভরেনি কি বদনখানি দূর লাবণ্যের বাণী ।
দূর লাবণ্য বাণী ।

কত গান গাওয়া হয়নি আজো
তবু কি সে একতারা কি বাজো
শুনহ্ দিদি
একতারায় উন্মনায় উন্মেষে মহাকালের বিজয় বাণী
একলায় তাহা কবেকায় খেলায় কোন খেলায় আনি
মিটায় এ ক্ষণিকের দোলায়
উন্মনায় দোলায় এ বারতায় ।
নাই বুঝি তাই অগ্রাহ্য বিমোহন লাবণ্য এ ধরণে
কল কল করেনি কবেকায় কোন বাণীর স্মরণে
আজ দেখো উন্মিছে বিজয় তিথি তায়
দেখি , চাহি দিগম্বরের জটায়
দিদি আজ তুমি নাই !
হায় !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।