মনে পড়ে তারে
- আরিফুল হক দ্বীপ
যখনই মনে পড়ে সেই অধরা,ভেসে ওঠে তার সেই
চিরকিশোরী মুখ।
মনে হয় এই বর্ষা বৃথা ছেয়ে আছে
কৃষ্ণ মেঘে।
নক্ষত্রপুঞ্জ সব ভরে ওঠে পৃথিবীর ঘন অন্ধকারে,
মনে হয় বালিহাঁস তার ডানার শব্দে
শুনি নূপুরের গান।
সেই কিশোরী মুখ-
কার ঘরে রোজ এখন ভাঙ্গায় ঘুম সোনালী ভোরে
দেখা হয় না সেই শান্ত নিবিড় মুখ তার এক যুগ ধরে।
যেন তার একটুকু কথায় সব ক্লান্তির
চিতা জ্বলে উঠতো আজ,যেন স্বপ্নের সবুজ
শাশ্বত রুপ জেগে উঠতো এই ব্যস্ত বিষাদের প্রান্তরে-
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।